বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন লইট্যা মাছের কাটলেট। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

লোটে মাছ: ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি: এক কাপ

রসুন বাটা: ২-৩ টেবিল চামচ

লঙ্কা কুচি: ২ টেবিল চামচ

টোম্যাটো কুচি: এক কাপ

ধনেপাতা কুচি: আধ কাপ

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

নুন ও গোলমরিচ গুঁড়ো: স্বাদ মতো

বিস্কুটের গুঁড়ো: ২৫০ গ্রাম

সেদ্ধ আলু: ২ টি

ডিম: ৩ টি

তেল: পরিমাণ মতো

প্রণালী:

লোটে মাছগুলিকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিন। এ বার মাছগুলি থেকে কাঁটা বার করে নিন। মাছটি ভাল করে চটকে নিন। এ বার একটি ননস্টিক প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন বাটা আর টোম্যাটো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।

নুন হলুদ দিয়ে ভাল করে কষিয়ে মাছ আর সেদ্ধ করা আলু দিয়ে দিন। এ বার মিনিট পাঁচেক পর ধনেপাতা কুচি, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

পুরটা তৈরি হয়ে গেলে কাটলেটের আকার দিন। তার পর ভাল ভাবে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভাজুন। এর পর চায়ের সঙ্গে গরম গরম লইট্যা মাছের কাটলেট পরিবেশন করুন।

আরো পড়ুন: Bharat Rice:মাত্র ২৯ টাকায় চাল বিক্রি করবে কেন্দ্র, মিলবে এই জায়গাগুলিতে

Image source-Google

By Torsha