প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর পুরাতন ঐতিহ্যবাহী বেগুনকোদরর রাস মন্দির।সরকারি নির্দেশ থাকার পর চার বছর পেরিয়ে গেলেও আজও শুরু হল না পুরুলিয়ার ঐতিহ্যবাহী বেগুনকোদরের রাস মন্দিরের সংস্কারের কাজ।ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর,বেগুনকোদরর রাস মন্দির কে প্রত্নসম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণ করার জন্য,২০১৯ সালের জুলাই মাসে রাজ্যের প্রত্নতত্ত্বও সংগ্ৰহালয় অধিকার দপ্তরের পক্ষ থেকে পুরুলিয়ার পূর্ত দপ্তরের চিঠি দিয়ে জানানো হয়ছিল।প্রস্তাব ছিল এই রাস মন্দিরটি প্রত্ন সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যাবতীয় পরিমার্জনের কাজ গুলি রাজ্যের প্রত্নতত্ত্ব সংগ্রহালয় দপ্তরের সঙ্গে সমম্বয় সাধন করে করবে জেলা পূর্ত দপ্তর! ওই চিঠিতেই প্রত্ন দপ্তরের রাজ্যের ডিরেক্টর প্রস্তাব দিয়েছিলেন ২০২০ আগস্ট মাসেই এই কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে দুটি দপ্তরের আধিকারিকরা যেন যৌথ পরিদর্শন করে দ্রুত বিষয়টিতে পদক্ষেপ নেন। কিন্তুু চার বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত এই কাজ শুরু হল না বলে অভিযোগ স্থানীয়দের।

 

আরো দেখুন:Madhyamik Exam:হাফিজুর রহমান ওরফে লিটনের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান