ভরা শীতের অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসল! লোকসানের সম্মুখীন হওয়ায় চিন্তার ভাঁজ উত্তর ২৪ পরগনার চাষীদের কপালে!

ভরা শীতের মাঝে অসময়ের বৃষ্টি যেন চাষীদের কান্না হয়ে ঝরে পড়ল মাটিতে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার শীতের অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন বিভিন্ন সবজি। বিশেষ করে আলুর গোড়ায় জল দাঁড়িয়ে পচন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সরষের ফলন। এছাড়া শশা,বিট,গাজর,ফুলকপি সহ একাধিক সবজি ফসল ক্ষতির মুখে পড়েছে।গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে কয়েক ঘন্টার নাগাড়ে বৃষ্টিতে চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়ে সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সূর্যের আলো উঠলেই আরো সবজি পচন শুরু করবে বলে জানাচ্ছে কৃষকরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে দশটি ব্লকে বিশেষ করে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ,বাদুড়িয়া, স্বরূপনগর,বসিরহাট সহ একাধিক ব্লকে সবজি ফসলের গোড়ায় জল দাঁড়িয়ে গেছে, যার ফলে শীতকালীন বিভিন্ন সবজি নষ্টের মুখে।সারা রাত ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে ফসল ঘরে তোলার সময় পাইনি। এক্ষেত্রে যেমন ক্ষতির সম্মুখীন হবেন কৃষকেরা, ঠিক তেমনি বাজার মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসীরা।