পৌরপিতা সুজিত মণ্ডলের উদ্যোগে বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডে পালিত হলো প্রজাতন্ত্র দিবস!
“রাম হিন্দু ধর্মের প্রতীক!কিন্তু রামকে নিয়ে রাজনীতি প্রথম দেখছি!” জানালেন পৌরপিতা সুজিত মণ্ডল।
২৬ শে জানুয়ারি প্রত্যেক ভারতবাসীর এক গর্বের দিন।তাই গোটা দেশের পাশাপাশি এদিন দলের কর্মীদের সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটিকে পালন করেন বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডল।
এদিন প্রথমে পৌরপিতার উপস্থিতিতে জ্যাংরা আদর্শ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়।যেখানে পা মেলান জ্যাংরা আদর্শ বিদ্যালয়ের সকল পড়ুয়ারা।এরপরই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে,দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপিতা সুজিত মণ্ডল।একইসঙ্গে স্বামী বিবেকানন্দের মূর্তিতেও মাল্যদান করেন পৌরপিতা।এরপরই এলাকার শিশুদের খাতা,বই,পেন,পেন্সিল এবং চকলেট দিয়ে দিনটি সাড়ম্বরে উৎযাপন করেন এদিন পৌরপিতা সুজিত মণ্ডল।
দিনটি সুন্দরভাবে উৎযাপন করার পর এদিন পৌরপিতা,- সব ধর্মের মানুষদের একসাথে, ঐক্যবদ্ধভাবে চলার ডাক দেন।একইসঙ্গে রামকে নিয়ে যে রাজনীতি চলছে,সেই বিষয়েও প্রতিবাদ জানান তিনি এদিন।
এদিন পৌরপিতা সুজিত মণ্ডল সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে ঠিক কি জানিয়েছেন শুনে নিন এরপর!……