বদল ঘটল মাধ্যমিক পরীক্ষার রুটিনে! পরিবর্তন হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার সময়-সূচি! তাহলে কখন থেকে শুরু হচ্ছে পরীক্ষা? সরকারি নির্দেশ জানতে দেখুন,বিস্তারিত!

আর হাতে মাত্র দু-সপ্তাহ বাকি। তারপরই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক৷ আচমকায় এরই মাঝে রুটিনে বড়সড় পরিবর্তন করল রাজ্য সরকার।সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদেপ বৈঠকের পরে, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা৷ অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট৷
আগের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু, পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে৷ শেষ হবে দুপুর ১টায়৷ তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন৷

প্রসঙ্গত,চলতি বছরে ২রা ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক ৷ তার পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে । অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

 

আরো দেখুন:Vivek Mela Utsavস্বামী বিবেকানন্দের স্মরণে বিবেক মেলা উৎসব ঢালী পাড়ায়