চারিদিকে জ্বলছে কেন্দ্র সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদের আগুন। বুধবার সেই আগুনের আঁচ পড়তে দেখা গেল পুরাতন মালদার নারায়নপুর চাকি মোড়ের ১২নং জাতীয় সড়কে। এদিন জাতীয় সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখায় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা।

বুধবার সকালে পুরাতন মালদার চাকি মোর ১২নং জাতীয় সড়কের ধারে কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অর্গানাইজেশনের সমস্ত ড্রাইভার ও খালাসিরা৷ খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। এরপর ড্রাইভার ও খালাসীদের মালদা থানার পুলিশ জাতীয় সড়ক অবরোধ করতে বাধা দিলে, গাড়ি সংগঠনের ড্রাইভার ও খালাসীরা পুলিশের কথা মাথায় রেখে অবরোধ না করে জাতীয় সড়কের ধারে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে। তবে, দেশের দিকে দিকে ড্রাইভারদের এহেন বিক্ষোভ, অবরোধ আদৌ কেন্দ্র সরকারের আইন বদলাতে পারবে কিনা, তা সকলেরই অজানা।

 

 

আরো দেখুন:Ratan Tata:আর নেই চিন্তা!মালদ্বীপ বিতর্কের মাঝে লাক্ষাদ্বীপ নিয়ে বড় ঘোষণা টাটা গোষ্ঠীর