তিরিশ বছর কথা বলেননি, রাম মন্দিরের উদ্বোধনের দিন নীরবতা ভাঙবেন ‘মৌনী মাতা’?
১৯৯২ সালের ৬ ডিসেম্বর যেদিন অযোধ্যায় বাবরি মসজিদ ধংস হয়েছিল, সেদিন অনির্দিষ্টকালের জন্য মৌনব্রত শুরু করেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা মধ্য পঞ্চাশের এক মহিলা। তাঁর শপথ ছিল, সরযূ নদীর পাড়ে যেদিন রাম মন্দির গড়ে উঠবে, সেদিনই কথা বলবেন তিনি।
সেদিনের মধ্য পঞ্চাশের সরস্বতী দেবী নামে সেই মহিলার বয়স এখন ৮৫।অনেকেই তাঁকে মৌনি মাতা বলে সম্বোধন করেন। এতদিনে স্বপ্নপূরণ হচ্ছে তাঁর। তাই চুপ থাকার প্রতিজ্ঞাও ভঙ্গ করবেন ঝাড়ুখন্ডের এই ‘মৌনি মাতা’। জানা গিয়েছে, রাম মন্দির উদ্বোধনের দিনে তিনিও অযোধ্যায় উপস্থিত থাকবেন। সেখানেই মৌনব্রত ভাঙবেন। এর আগে, রাম মন্দির তৈরি না হলে বিয়ে করবেন না, এমন প্রতিজ্ঞার কথা শোনা গিয়েছিল। এবার জানা গেল, মন্দির তৈরি না হলে মৌনব্রত পালনের প্রতিজ্ঞাও।
আরো দেখুন:Theft Case:তারাপীঠ থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে ব্যাগ চুরি!চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল লোকালে