দুর্ঘটনায় জরিমানা ৭ লক্ষ টাকা!কেন্দ্রের নয়া পরিবহণ আইনের প্রতিবাদে ধর্মঘটে ট্রাক চালকরা!বিক্ষোভে সামিল ট্যাঙ্কার, বাস চালকরাও!
হিট এন্ড রান কেসের ক্ষেত্রে নতুন আইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। যে কারণে দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘটে নেমেছেন ট্রাক ড্রাইভাররা। বছরের শুরুতেই সারা দেশ জুড়ে ধর্মঘট ডেকেছেন ট্রাক চালকরা। গোটা দেশ জুড়ে তিনদিনের ধর্মঘট ডেকেছেন তারা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ট্রাক ধর্মঘট শুরু করল হলদিয়ার ড্রাইভার অ্যাসোসিয়েশন। এদিন হলদিয়া থানা এলাকায় আই ও সি এল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা। গাড়ি চালকদের দাবি, কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে।
উল্লেখ্য, আগে হিট অ্যান্ড রান আইনে যেখানে ২ বছরের জেলের বিধান ছিল, সেখানে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সঙ্গে ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা যেতে পারে। আর এরই প্রতিবাদে ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাকচালকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পাম্পে জ্বালানি সরবরাহকারী হাজার হাজার ট্যাঙ্কারের চালকরা। এমনকি, বিক্ষোভে অংশ নিচ্ছেন বাসচালকদের একাংশ।
আরো দেখুন:Cycle yatra:রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে সাইকেল নিয়ে রওনা দুই যুবকের!