এগিয়ে আসছে রাম মন্দির উদ্বোধনের দিন। আগামী ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নিমন্ত্রণ পর্ব। তবে, পুরো বলিউডকে নিমন্ত্রণ করা হলেও, নিমন্ত্রণ পেলেন না তিন খান। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।
জানা গিয়েছে, এই উদ্বোধনে উপস্থিত থাকতে চলেছেন একাধিক তারকা। সিনেমা, ক্রিকেট, শিল্প মহলের একের পর এক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আশা ভোঁসলে, মুকেশ আম্বানি, রতন টানা। নিমন্ত্রণ পেয়েছেন বাইচুং ভুটিয়া, মেরি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু, পি গোপীচাঁদ, ক্রিকেটার রোহিত শর্মা, সুনীল গাভাস্কর, কপিল দেব, অনীল কুম্বলে, রাহুল দ্রাবিড়-সহ আরও অনেকে। এমনকি, আমন্ত্রণ পেয়েছেন বিজেপি নেতা-সহ একাধিক হাই প্রোফাইল অতিথিরাও।
তবে, এসবের মধ্যে আমন্ত্রণ পত্রের তালিকায় চোখে পড়েনি তিন খানের নাম। অর্থাৎ, নিমন্ত্রণ পাননি শাহরুখ, সলমান ও আমির খান। এহেন ঘটনার পরই CPIM-এর একাধিক নেতার দাবি, ‘ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। যা মোটেও সঠিক নয়।’ যদিও এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রাম মন্দির কর্তৃপক্ষ এবং তিন খান মুখ খোলেনি। কিন্তু, ঠিক কি কারণে সলমন, শাহরুখ এবং আমির খানকে ডাকা হল না, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও সমালোচকদের এ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।