বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মৌরি ডিম।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
৫-৬টা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, নারকেল কোরা, ১/২ চা চামচ মৌরি গুঁড়ো,
১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো,
ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সাদা তেল।
পদ্ধতি:
প্রণালী ডিমগুলো সেদ্ধ করে নিন প্রথমে। তারপর খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ডিমগুলো ভেজে তুলে রাখুন। ভাজা ডিমগুলো সামান্য করে চিরে নিন যাতে সমস্ত মশলা ঢুকতে পারে।
ওই তেলেই অর্ধেক পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজের রং লালচে হলে টমেটো কুচি দিয়ে দিন। আরও ২-৩ মিনিট ভেজে নামিয়ে নিন। ঠাণ্ডা করে তাতে নারকেল কোরা মেশান। মিক্সিতে মিহি করে বেটে নিন এই মিশ্রণটি। ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে বাকি পেঁয়াজ কুচি ভেজে নিন।
এতে একে একে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন মেশান। বেটে রাখা মিশ্রণটা ঢেলে দিন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন। মশলা কষিয়ে নিন ভাল ভাবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ডিমগুলো কড়াইতে দিয়ে দিন।
মশলার সঙ্গে ডিম নেড়েচেড়ে নিয়ে পরিমাণমতো জল ঢেলে দিন। ঢাকনা চাপা দিন কড়াইতে। গ্রেভি ফুটে উঠলে উপর থেকে ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। আরও কয়েক মিনিট রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মৌরি ডিম!
আরও পড়ুন:Mishmee Das: রণজয়ের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে কি বললেন মিশমি?
Image source-Google