হাজরা কালীমন্দির সেবা সমিতির উদ্যোগে এক হাজার বস্ত্র বিতরণ ভাঙড়ে!উচ্ছসিত এলাকাবাসী!
মূলত,৫০০ বছরের ঐতিহ্যবাহী এই হাজরা কালীমন্দিরে এদিন বিশেষ কালীপুজো থাকে।আর এই কালী পুজো উপলক্ষ্য করে সোমবার অর্থাৎ ১৮ ই ডিসেম্বর ভাঙর বিধানসভার অন্তর্গত হাজরা কালীমন্দিরে শেখ সাবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও পৌষ মেলার আয়োজন করা হয়।যেখানে এক হাজার মানুষের হাতে এদিন শীত বস্ত্র বিতরণ করা হয়।
স্থানীয় প্রধান শেখ সাবির ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙ্গরের অবজারভার শওকাত মোল্লা,ভাঙ্গর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্নভেনার আরাবুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ বাইন,হাজরা কালীমন্দিরের সভাপতি বাপি নস্কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সব মিলিয়ে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো।