ফের রাস্তা তৈরি নিয়ে বিক্ষোভ!ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী!রাস্তা তৈরি বন্ধ করে দিল এলাকাবাসী!

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চালানোর অভিযোগে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বাসিন্দারা। বেশ কয়েকদিন হল আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের রাস্তা তৈরির কাজ চলছে।

কিন্তু এরপরই হঠাৎ সোমবার সকালে চাঁদপুর গ্রামের বাসিন্দারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, হাত দিয়ে টানলেই রাস্তা উঠে আসছে। নিচে দেওয়া হয়নি কোন পিচের প্রলেপ। তাদের দাবি, রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। এমনকি, দীর্ঘ টালমাটালের পরে রাস্তার কাজ শুরু হলেও, তাতে ব্যাবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।

এমন ঘটনা কোনো নতুন বিষয় নয়! এর আগে কোথাও চারা গাছ পুঁতে বিক্ষোভ, তো কোথাও অন্য কোনো পথ অবলম্বন করে বিক্ষোভে সামিল হতে দেখা গেছে এলাকাবাসীদের। কিন্তু, তাদের এই বিক্ষোভে আদৌ কোনো পরিবর্তন ঘটেছে কিনা তার উদাহরণ তো বারবার শিরোনামে উঠে আসছে।

 

 

আরো দেখুন:Research:জানেন মানুষের মৃত্যুর খবর আগাম টের পায় বিড়াল? কীভাবে বোঝে? কী ইঙ্গিত দেয়? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট!