বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডলের উদ্যোগে মিলন মন্দির ম্যারেজ হলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির।

শিবিরে সবরকম সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা নিজে খতিয়ে দেখলেন পৌরপিতা সুজিত মন্ডল।

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৫ ই ডিসেম্বর অর্থাত্‍ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।যা চলবে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে সোমবার অর্থাৎ ১৮ ই ডিসেম্বর বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডলের উদ্যোগে মিলন মন্দির ম্যারেজ হলে আয়োজন করা হয় দুয়ারে সরকার শিবিরে।

যেখানে সাধারণ মানুষ সবরকম সুবিধা পাচ্ছে কিনা,তা এদিন নিজেই তদারকি করে দেখেন পৌড়পিতা সুজিত মন্ডল।পৌরপিতার এমন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান সকল সাধারণ মানুষরা।

 

 

আরো দেখুন:Job Requirements:স্নাতক পাশ হলেই মিলবে দেড় লক্ষ টাকার বেতনের চাকরি! জারি হল বিজ্ঞপ্তি! কারা আবেদন করতে পারবেন?জানুন!