মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে,এবং একশ দিনের কাজের বকেয়া প্রাপ্য টাকা সহ আবাস যোজনার পাওনা আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সর্বত্র কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ,প্রতিবাদ সভা সহ নানান কর্মসূচি পালিত হচ্ছে প্রতিদিনই।তেমনি শনিবার সকাল ঠিক সাড়ে ১০ টা নাগাদ রাজারহাট বিষ্ণুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহাম্মদপুর শিলপোতা মোড় ১৮৩ নম্বর বুথে শুরু হয় এক প্রতিবাদ মিছিল।যা শেষ হয় ধারসা মুক্তারপুরে।
এদিনের এই সুবিশাল মিছিলে উপস্থিত ছিলেন, রাজারহাট বিষ্ণুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর, রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,তৃণমূল কংগ্রেসের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ শবনম নাজ মণ্ডল সহ ১৮৩ নম্বর বুথের সকল কর্মীবৃন্দদের পাশাপাশি অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিনের এই প্রতিবাদ সভার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ শবনম নাজ মণ্ডল বলেন,-“কেন্দ্রের আমাদের হিংস্র বিজেপি সরকার।এই সরকার কুৎসা রটাচ্ছে,একশো দিনের খেটে খাওয়া মানুষদের টাকা দিচ্ছে না।এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি ছিল।এবং আগামিদিনেও এই সমস্যা না মিটলে আরো বৃহত্তর আন্দোলন চলবে।”