একটা সময় রণজয় ও সোহিনীর প্রেম ছিল বাংলা ইন্ডাস্ট্রির হট টপিক। তারাও কোনোদিন নিজেদের ভালোবাসাকে লুকিয়ে রাখেননি। তবে কোনো কারণে ভেঙে যায় তাদের সম্পর্ক। তারপর থেকেই “গুড্ডি” ধারাবাহিকের সহ অভিনেত্রী শ্যামৌপ্তির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। কিন্তু এই বিষয় রণজয় কি বলছেন?

রণজয়ের (Ranojoy Bishnu) সাফ কথা, ‘আমরা মোটেই দারুণ বন্ধু-টন্ধু একেবারেই নই। নর্ম্যাল কলিগ যেমন হয়,তেমনই। কাজের জায়গায় যখন দেখা হয়, আমরা নিজেরাও সত্যি অবাক হই। শ্যামোপ্তি আর আমি আলোচনা করি, পুরো ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? সেও বলে আমিও বুঝতে পারি না কীভাবে রিঅ্যাক্ট করব। যা হচ্ছে হতে দাও, লোকে যা ইচ্ছে করুক।’

রনজয় (Ranojoy Bishnu) আরো জানালেন, ‘ভারতবর্ষে সিনেমা করলে বা সিরিয়াল করলে হিরো-হিরোইনদের নিয়ে আলোচনা হওয়াটাই স্বভাবিক। সেখানেই তারা সাক্সেসফুল। হয়ত তারা মন দিয়ে কাজটা করেছে। প্রোজেক্ট শেষ হওয়ার পরেও লোকজন যদি এমনভাবে তাহলে হয়ত কোথাউ গিয়ে আমরা মন দিয়ে কাজটা করতে পেরেছিলাম।’ তাহলে রণজয় কি এখন সিঙ্গল? প্রশ্ন শুনে মুচকি এসে জবাব এল, ‘আমি তো অনেক দিন ধরেই সিঙ্গল’।

“ঝনক”- এ ক্যামিও চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত রণজয় বললেন, ‘আমি একটু অবাকই হয়েছি। আমরা কোনওভাবেই প্রোজেক্টটার লিড নই। শৈবালদা যখন বলেছিল আমি নিজে থাকতেই করতে চেয়েছিলাম, ভাবলাম একটা কাশ্মীর ট্যুরও হয়ে যাবে। শৈবালদা বড় দাদার মতো, ওঁনাকে আগেভাগই বলে রেখেছিলাম ফেরাটা কিন্তু আমার হাতে। সেখানে শ্য়ুট করি, ফিরে আসি আবার শ্যুট করি। খুব মজা করে কাজটা হয়েছে, জার্নিটা খুব সুন্দর ছিল। দেখলাম,লিড কাস্টের সঙ্গে আমাদেরও ছবি লাগিয়ে সোশ্যালে শেয়ার করছে লোকজন। এখনও ফোনে ওদের (ঝনকের কাস্ট) সঙ্গে কথা হয়।’

আরো পড়ুন: Jagadhatri Puja:চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পন্ন হল কেষ্টপুর পশ্চিম পরিচালিত শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের প্রতিমা বিসর্জন

Image source-Google

By Torsha