বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন ডিমের কাবাব। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

১. ডিম ৬টি

২. বেসন ১৫০ গ্রাম

৩. পেঁয়াজ কুচি ১টি

৪. গরম মসলা এক চা চামচ

৫. মরিচের গুঁড়া দেড় চা চামচ

৬. লবণ, গোলমরিচ, ধনেপাতা পরিমাণমতো

৭. পাউরুটির গুঁড়া ১ কাপ ও

৮. তেল পরিমাণমতো।

পদ্ধতি

লবণ দিয়ে প্রথমে ডিমগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে চটকে নিন। তেল ও পাউরুটি গুঁড়া বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

সামান্য জল মিশিয়ে দিতে পারেন। তবে বেশি জল যেন না হয়। এবার ছোট ছোট কবাবের মতো করে গড়ে নিন।

পাউরুটির গুঁড়া আরও মাখিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে গরম তেলে কাবাব ভেজে নিন। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন ডিমের মাজাদার কবাব।

আরো পড়ুন: Local Train Cancelled:গাড়ির ধাক্কায় ভাঙ্গল হাবরা ২ নং রেলগেট!সমস্যায় যাত্রীরা

Image source-Google

 

By Torsha