মাছ ধরার আটলে ৭ ফুটের কাল কেউটে!লোকালয়ে একের পর এক সাপ উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসী!কপালে চিন্তার ভাঁজ গ্রামবাসীদের!

মাছ ধরার ঘুনি আটলে ধরা পড়ল আস্ত একটা কেউটে সাপ। গত তিন দিনে চারটি বিষধর সাপ উদ্ধার করেছে বনদপ্তর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মাছ ধরার জন্য মেছো ঘেরিতে আটল পেতে ছিলেন মৎস্যজীবী নজরুল ইসলাম সর্দার। আর সেখানেই বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ধরা দিল সাত ফুটের বিষধর কাল কেউটে। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, এই বিষধর সাপগুলি লোকালয় আসছে কেবলমাত্র খাবারের সন্ধানে।

প্রসঙ্গত, জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, যার কারণে লোকালয়ে এসে ছোট সাদা মাছ, হাঁস, মুরগি খেয়ে নিজেদের পেট ভরাচ্ছে বিষধর-রা। সম্প্রতি হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি ও মামুদপুরে দুটি বিষধর সাপ ধরা পড়েছে। এছাড়া সন্দেশখালি-সহ বিভিন্ন ব্লকে গত তিন দিনে চারটি বিষধর সাপ উদ্ধার করেছে বনদপ্তর। গত এক মাস ধরে সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকায় সাপের উপদ্রব বাড়ায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। ইতিমধ্যেই বসিরহাট বনদপ্তরের কর্মীরা গিয়ে রামনগর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে এসেছেন এবং সেটি চিকিৎসা করে সুস্থ স্বাভাবিক হলে আবারও তাকে জঙ্গলে ফিরিয়ে দেবেন বলে জানা গিয়েছে।

 

আরো দেখুন:Rajarhat:রাজারহাটে নড়েন্দ্রনগর নেতাজি ক্লাবে সাড়ম্বরে সম্পন্ন ৬৩ তম শ্যামা পূজার খুঁটি পুজো অনুষ্ঠান!