জানেন নভেম্বর মাসে ১৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?কবে কোন রাজ্যে বন্ধ ব্যাঙ্ক?আজকের প্রতিবেদনে জানুন, সম্পূর্ণ তালিকা!

ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে-মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে ব্যাঙ্কে যান অনেকেই। কিন্তু হঠাত্‍ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুবই সমস্যায় পরতে হয় সাধারণ মানুষদের। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত, তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।আগামী মাসে অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে শনি ও রবিবার-সহ গোটা দেশে প্রায় ১৫ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। কি, শুনতে অবাক লাগছে? কিন্তু, এটাই সত্যি! তাহলে, চলুন দেরি করে আজকের প্রতিবেদনে জেনে নিন, আগামী মাসের ১৫ দিনের ব্যাঙ্ক বন্ধের তালিকাটি!

১ নভেম্বর কন্নড় রাজ্য উত্‍সব উপলক্ষে বেঙ্গালুরু, সিমলা এবং ইম্ফলে বন্ধ থাকবে ব্যাংক।

৫ নভেম্বর রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

১০ নভেম্বর ওয়ানগালা উত্‍সব উপলক্ষে শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংকের শাখা।

১১ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

১২ নভেম্বর রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

১৩ নভেম্বর গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি এবং দিওয়ালি উপলক্ষে আগরতলা, গ্যাংটক, দেরাদুন, ইম্ফল, কানপুর, লখনৌ এবং জয়পুরে বন্ধ থাকবে ব্যাংক।

১৪ নভেম্বর দীপাবলি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, গ্যাংটক, মুম্বাই, নাগপুর এবং বেঙ্গালুরুতে।

১৫ নভেম্বর ভাইফোঁটা এবং নিঙ্গল উত্‍সব উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনৌ এবং সিমলায় বন্ধ থাকবে ব্যাংক।

১৯ নভেম্বর রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

২০ নভেম্বর ছট পূজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে পাটনা এবং রাঁচিতে।

২৩ নভেম্বর সেং কুটস্নেম এবং এগাস-বাগওয়াল উপলক্ষে দেরাদুন এবং শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংক।

২৫ নভেম্বর নভেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

২৬ নভেম্বর রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

২৭ নভেম্বর কার্তিক পুজো এবং গুরু নানক জয়ন্তী উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, দেরাদুন,জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি , রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক।

৩০ নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে।

 

 

আরো দেখুন:TMC:প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারের প্রতিবাদে দমদম ব্যারাকপুর সাংগঠনিক উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল