বসিরহাটের কার্নিভালের শোভাযাত্রা দিয়ে শুরু প্রতিমা নিরঞ্জন পর্ব!ঢাকের বোলে ইছামতীতে মিলল দুই বাংলা!
দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার বসিরহাট শহরে প্রথম কার্নিভাল শুরু হবে।
সেই নির্দেশমতো আজ বসিরহাট মহকুমা শাসক আই এস আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, আইসি সুরিন্দর সিং, উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ন গোস্বামী বসিরহাট শহরে এই প্রথম পুজো কার্নিভালের প্রস্তুতি শুরু হয়।
আজ ঠিকদুপুর ১২ টা নাগাদ বসিরহাটের সেরা বারোটা দুর্গাপুজোর ক্লাব সদস্যদের নিয়ে শোভাযাত্রা বের হয়।এরপর বাংলার প্রাচীন সংস্কৃতি তুলে ধরতে ভাটিয়ালি বাউল পাতা নাচ এবং প্রতিমাদের নিয়ে সুসজ্জিত ট্যাবলো শহর পদক্ষিন করেন। লোকপ্রসার শিল্পীদের নাচ ও গানের মধ্যে দিয়ে শোভাযাত্রা শুরু হয়। এরপর লোক প্রসার শিল্পীদের আওতায় মহিলা ঢকিদের নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এদিন সবাই।
বসিরহাট প্রান্তিক ক্লাব থেকে টাকি রোড হয়ে বসিরহাট থানা, ইছামতি বোটঘাট হয়ে বিদ্যুত্ সংঘ পর্যন্ত সহ প্রায় ২, কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই কার্নিভাল শেষ করে,এরপর ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন হয় এদিন।
আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আট থেকে আসি সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।