আটঘোড়া নপাড়া বারোয়ারী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে মহাসমারোহে পালন হলো অষ্টমীর সকাল।

বাঙালির শ্রেষ্ট তম উৎসব দুর্গাপুজো।আর এই দুর্গাপুজোর সব দিনগুলির থেকেও বাঙালিদের মধ্যে অষ্টমীর সকলের এক আলাদা গুরুত্ব থাকে।সকাল সকাল অঞ্জলী দেওয়ার ধুম পড়ে যায় পুজো মণ্ডপে।ঠিক তেমনি রবিবার সকালে বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ও বর্তমান কাউন্সিলার মমতা মন্ডল এবং এলাকার সকল সাধারণ মানুষদের উপস্থিতিতে এদিন অঞ্জলী অনুষ্ঠান পালন করা হয়।এরপর ঠিক সাড়ে ১২ টা থেকে আয়োজন করা হয় ভোগ বিতরণের।যেখানে প্রায় ২০০০ মানুষ এদিন মধ্যাহ্নভোজ করেন।

আর এই পুরো বিষয়টি এদিন তদারকি করে দেখেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ও বর্তমান কাউন্সিলার মমতা মন্ডল।

এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোপার্ক থানার পুলিশ কর্তা।

 

আরো দেখুন:Dibyajyoti Dutta: দিব্যজ্যোতিকে নিয়ে ট্রোলিং শুরু হতেই তার পাশে দাঁড়ালেন নচিকেতা কন্যা ধানসিড়ি