কলকাতার সেরা সব মণ্ডপ দেখবেন?তাও পুজোর আগেই রাত জেগে?জানেন কি এবার আপনাদের জন্য পর্যটন দফতর এক বিরাট আয়োজন করেছে?যেই উদ্যোগের দুর্দান্ত প্যাকেজের মাধ্যমে আপনি পরিক্রমা করতে পারবেন কলকাতার বড় বড় প্যান্ডেল গুলিতে!এমন কি নতুন ভাবনা নিয়ে হাজির হয়েছে এবার পর্যটন দফতর?আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত!

উত্‍সবের পাঁচদিন কলকাতায় থিকথিকে ভিড়। তার মাঝেই ঠাকুর দেখা। সে এক অন্য মজা। কিন্তু ততদিনে তো কোথায় কোন পুজোর কি থিম অনেকেরই জানা হয়ে গিয়েছে। তাই ষষ্ঠীর আগেই অনেকে প্যান্ডেল হপিং করে ফেলেন। যা মাথায় রেখে পর্যটন দফতর উত্‍সাহীদের জন্য বিরাট আয়োজন করেছে।

পর্যটন দফতর সুত্রে খবর,এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে, ‘উদ্বোধনী’।এর মাধ্যমে তৃতীয়া অর্থাৎ ১৭ অক্টোবর ও চতুর্থী অর্থাৎ ১৮ অক্টোবর রাত জেগে কলকাতায় প্যান্ডেল হপিংয়ের আয়োজন করা হয়েছে।দু’দিনই রাত ১০ টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কলকাতায় মণ্ডপ দেখার সুযোগ পাবেন আপনি।

জানা গিয়েছে,-রবীন্দ্রসদন থেকে বাতানুকূল বাসে করে মণ্ডপ ও ঠাকুর দেখানো হবে।

কোন কোন মণ্ডপ দেখা যাবে?

কলেজ স্কোয়ার

মহম্মদ আলি পার্ক

কাশী বোস লেন

বাদামতলা আষাড় সংঘ

৬৬ পল্লী

মুদিয়ালি ক্লাব

শিব মন্দির

একডালিয়া এবারগ্রিন

সিংহি পার্ক

হিন্দুস্থান পার্ক

রাজডাঙা নবউদয় সংঘ

খরচ কত?

এরজন্য জন প্রতি খরচ ২০৯৯ টাকা।আর এই টাকার মাধ্যমে প্রত্যেককে প্যাকেটজাত রাতের খাবার দেওয়া হবে।

দুর্দান্ত এই প্যাকেজের মাধ্যমে যোগাযোগ করবেন কিভাবে?

‘উদ্বোধনী’র সঙ্গী হতে চাইলে যোগাযোগ করুন www.wbtdcl.com , এছাড়া পর্যটন দফতরের অনুমদিত টুরিস্ট অপরেটরের সঙ্গে।

 

 

আরো দেখুন:Anubrata Mondal:ফের পিছিয়ে গেল জামিনের শুনানি!গত বছরের মতো এবারও কি জেলেই কাটবে কেষ্টদার পুজো?