বলিউডে স্বজনপোষণ নিয়ে অনেকেরই অনেক অভিযোগ। বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীদের মতে তারকা সন্তান হওয়ার সুবাদে সেইসব স্টারকিডরা অনেক বেশি সুযোগ সুবিধা পান। হয়তো কিছু ক্ষেত্রে কথাটা ঠিকই বটে। তবে সব ক্ষেত্রে কি এমনটা ঘটে? বোধ হয় না।

ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে নিজের জীবন শুরু করেছিলেন বিনোদ মেহরা। এরপর একের পর এক হিট হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে।১৯৯০ সালে ৪৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বিনোদ। এরপরেই জন্ম হয় তার পুত্র রোহনের (Rohan Mehra)।

তবে তারকা সন্তান হওয়া সত্বেও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু সুযোগ সুবিধা পাননি তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথাই শেয়ার করলেন রোহন। সাক্ষাৎকারে রোহন বলেন, ‘‘বলিউডে স্বজনপোষণ চললে আমার কাজের অভাব থাকত না। সব সময় ব্যস্ত থাকতাম। আমি এমন সময়ও কাটিয়েছি যখন প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার অডিশন দিতে যেতাম। কিন্তু অভিনয়ের সুযোগ পেতাম না কখনওই।’’

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘বাজার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রোহন (Rohan Mehra)। তার পর বহু জায়গায় অডিশন দিলেও অভিনয়ের সুযোগ পাননি তিনি।

আরও পড়ুন: Recipe: এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুধ শুক্তো

Image source-Google

By Torsha