এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro) টোকেন জমানা শেষ? মিলবে কাগজের টিকিট! তবে তাতে থাকবে কিউআর কোড। যা স্ক্যান করলেই মেট্রোয় ওঠা যাবে।জানেন কি?

সূত্রের খবর,যাত্রীদের সুবিধা বাড়াতে এবার এক বৈপ্লবিক উদ্যোগ নিয়েছে মেট্রো রেলওয়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হতে চলেছে পেপার-ভিত্তিক QR কোড টিকিট।

জানা গিয়েছে,পরীক্ষামূলক ভিত্তিতে এই করিডোরের শিয়ালদহ স্টেশনে আগামী ১১ অক্টবর থেকে চালু হতে চলেছে এই পরিষেবা।

পরীক্ষামূলক ট্রায়ালটি সফল হলে টোকেন সিস্টেম ধীরে ধীরে অপসারণের পাশাপাশি এই গীর্ন লাইন করিডোরের সম্পূর্ণ অংশ জুড়েই পেপার QR কোড ভিত্তিক কাগজের টিকিট সিস্টেম চালু করা হবে।

যদিও মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, পরীক্ষামূলক এই কাগজের কিউ আর কোড টিকিট পরীক্ষামূলকভাবে চালু করলেও কাউন্টার থেকে টোকেনও জারি করা হবে এই সময়। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য যাত্রীদের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাত্রী পরিষেবা আরও উন্নতমানের করে তুলতেই যুগান্তকারী এই পদক্ষেপ নিচ্ছে মেট্রো রেল।

 

 

আরো দেখুন:Mimi Chakraborty: সিনেমার স্বার্থে শিখতে হয়েছে বাইক, কিন্তু অভিজ্ঞতা কেমন ছিল? জানালেন মিমি