দিনভর তল্লাশির পর গ্রেফতার আম আদমি পার্টির (AAP) রাজ্যসভা সদস্য (Rajya Sabha Member) সঞ্জয় সিং (Sanjay Singh)। দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Excise Scam) মামলায় বুধবার ইডি (ED) তাঁকে গ্রেফতার করে।
বুধবার সকাল সাতটা থেকে তল্লাশি শুরু হয় সঞ্জয় সিংয়ের বাড়িতে। প্রায় ১০ ঘণ্টা তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে গ্রেপ্তার হন আপ সাংসদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দিল্লির বেশ কিছু মদ প্রস্তুতকারক সংস্থাকে সুবিধা পাইয়ে দিতেই বিশেষ নিয়ম প্রণয়ন করা হয়েছিল। সেখানেই আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন আপ সাংসদ। বাড়ি থেকেই গ্রেপ্তার করে ইডি দপ্তরে আনা হয় তাঁকে।
সঞ্জয় সিং গ্রেপ্তার হতেই সরব হয়েছেন আপের কর্মী সমর্থকরা। তাঁর বাড়ির সামনেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। গ্রেপ্তারির খবর পেয়ে আপ বিধায়ক সোমনাথ ভারতী এই ঘটনাকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিজেদের হার বুঝতে পেরে হতাশ হয়ে পড়েছে বিজেপি। সেখান থেকেই এমন আচরণ।
আরো দেখুন:Cricket World Cup: বিশ্বকাপ ম্যাচের আগে কড়া নিরাপত্তায় হিমাচল প্রশাসন