দুর্গাপুজোর আগেই বাংলাদেশের রূপালী শস্য অর্থাৎ পদ্মার ইলিশ এসে পৌঁছল ভারতে।
বৃহঃস্পতিবার বিকালে পেট্রাপোল বন্দর দিয়ে ইলিশ এসে পৌঁছায় ভারতে। প্রাথমিক পর্যায়ে ৯ টি মোট ৩৫-৪০ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছয় ভারতে । সূত্রের খবর মোট ৩৯৫০ মেট্রিকটন ইলিশ আমদানির বরাত পেয়েছে ভারত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ইলিশ আমদানি ছাড়পত্র দেয়া হয়েছে। ৭৯ টি সংস্থা এই ইলিশ আমদানির ছাড়পত্র পেয়েছে।
প্রাথমিক পর্যায়ে ৩৫ থেকে ৪০ মেট্রিক টন মত ইলিশ এসে পৌঁছেছে, প্রতিটি ইলিশ ৮০০ থেকে শুরু করে দেড় কিলো ওজনের। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতের হাতে পৌঁছবে।
আরো দেখুন:HS Exam:এবার বছরে দু’বার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা!কবে থেকে শুরু হতে চলেছে এই নিয়ম?