লৌকিক দেবী মনসার আরাধনায় মাতলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বালিডিহা গ্রাম।

বাঁকুড়া-পুরুলিয়া তথা রাঢ় বঙ্গের লৌকিক দেবী মনসা। দীর্ঘ ধারাবাহিকতা মেনে সোমবার ভাদ্র সংক্রান্তিতে সকাল থেকে শুরু হয়েছে দেবীর আরাধনা। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যবাহী। মূলত সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে, সন্তান ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে দেবী মনসার ঘট পেতে পুজো করা হয়। এদিন সকাল থেকে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বালিডিহা গ্রামের মনসা পুজো উপলক্ষ্যে আনন্দোৎসবে মেতেছেন সকলেই।

উল্লেখ্য এই সময় খুব সাপের প্রাদুর্ভাব বাড়ে। গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই কৃষিজীবী।মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে অনেক সময়ই তাঁরা সাপের কামড়ের শিকার হন। মা মনসাকে সাপের দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই সাপের ছোবল থেকে বাঁচতে সর্পের দেবী মনসা কে পুজো করার রীতি প্রচলিত হয়েছে বাংলার ঘরে ঘরে।