চাঁদমারির পর এবার ইসরোর লক্ষ্য সূর্যসফর! শনিবারই সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল-১!তবে সূর্যে কি খুঁজতে চাইছে এবার বিজ্ঞানীরা?ঠিক কী কাজ করবে ‘আদিত্য এল-১’?জানেন?

গত ২৩ অগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করেছে ‘চন্দ্রযান-৩’-এর ল্যান্ডার বিক্রম। রোভার প্রজ্ঞান ধীরে ধীরে তার কাজ শুরু করেছে চন্দ্রপৃষ্ঠে। চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ২৩ অগস্ট দিনটিকে ‘ভারতীয় মহাকাশ দিবস’ হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাঁদ-সাফল্যের পর এবার সূর্যের লক্ষ্যে ‘আদিত্য এল-১’ মহাকাশযান লঞ্চ করেছেন ইসরোর বিজ্ঞানীরা।শনিবার সকাল ১১.৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চিং প্যাড থেকে ভারত সফলভাবে আদিত্য এল-১ মিশন উত্‍ক্ষেপণ করেছে।

কিন্তু ঠিক কী কাজ করবে ‘আদিত্য এল-১’? সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আদিত্য এল-১ মিশন পাঠাবে ইসরো। এই মিশনে আদিত্য এল-১-কে একটি উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। সেখান থেকেই সূর্যের ওপর নজর রাখবে সে। সূর্যের নিত্যদিনের কাজকর্মের ওপর লক্ষ্য রাখবে আদিত্য এল-১।একইসঙ্গে বিজ্ঞানীরা দেখতে চান মহাকাশে প্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে কোনও পদ্ধতি ব্যবহার করা যায় কিনা।

চন্দ্রযানের মতো যেনো এবার আদিত্যও সাফল্য পায়, সেই প্রার্থনাই করছেন এখন দেশবাসীরা।

 

 

আরো দেখুন:Asia Cup 2023: মেগা ম্যাচের আগেও ভারত-পাক শিবিরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক