মহাকাশের খুঁটিনাটি নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। তাছাড়া, চার বছর ধরে লড়াই করে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর অবতরণ হওয়ার পর, ভারতের পাশাপাশি ইসরোর-ও জয়গান করছে গোটা বিশ্ববাসী। আর ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থায় কর্মরত বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী-গবেষকদের পরিশ্রমের ফল এই সফলতা। এর মধ্যে বাংলার বহু বিজ্ঞানীর নামও উঠে এসেছে, যারা চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ইসরোর এই সাফল্যের পরই অনেকের মনে প্রশ্ন উঠেছে, দেশের এই গবেষণা সংস্থায় কাজ করার সুযোগ কীভাবে পাওয়া যাবে? তাছাড়া, ইসরোয় কাজ করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?

• যোগ্যতা: *(হেডার)*

ইসরোতে বিভিন্ন বৈজ্ঞানিক পদে কর্মী নিয়োগ করা হয়। এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬৫% নম্বর পেয়ে বি.ই বা বি.টেক পাশ করতে হবে এবং সিজিপিএ-র ক্ষেত্রে ৬.৮৪ পয়েন্ট থাকতে হবে। এছাড়া, আর্কিটেকচার-সহ একাধিক বিভাগেও ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হয়।

• বয়স: *(হেডার)*

আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে, এই আবেদনের জন্য পূর্ব কোনো কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।

• বেতন: *(হেডার)*

প্রতি মাসে নিযুক্ত প্রার্থীকে ৫৬,১০০ টাকা করে বেতন দেওয়া হবে এবং চুক্তির ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগ করা হবে।

• আবেদন ফি: *(হেডার)*

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। যে কোনো স্টেট ব্যাঙ্কে ডেবিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে অথবা অফলাইনে প্রার্থীরা এই আবেদন ফি জমা দিতে পারবেন।

তাই আপনি যদি ইসরোতে কাজ করতে ইচ্ছুক হন এবং আপনার এই ডিগ্রি থাকে, তাহলে আপনি অনায়াসেই ইসরোর সাথে যুক্ত হওয়ার আবেদন করতে পারবেন।

 

আরো দেখুন:Mamata Banerjee:বোরোলিনের রমরমা ব্যবসায় হাত রয়েছে খোদ বাংলার মুখ্যমন্ত্রীর!কিভাবে তিনি সাহায্য করলেন বোরোলিনের ব্যবসা বাড়াতে?