ফের দীঘায় (Digha) মিলল দুষ্প্রাপ্য ‘জীবনদায়ী’ তেলিয়া ভোলা!মন্দার বাজারেও হাসি ফুটল মৎস্যজীবীদের মুখে!

এই প্রথম নয়, এর আগেও দিঘা মোহনায় উঠেছিল পেল্লাই আকৃতির ভোলা। এরপর ফের লক্ষাধিক টাকা মূল্যের ভোলার দেখা মিলল দিঘায়। বুধবার বিরাট ওজনের এই ৯টি মাছ জালে ধরা পড়লে, ওড়িশার ধামরা থেকে একজন মৎস্য ব্যবসায়ী দীঘা মোহনায় অবস্থিত জিকেডি আড়ৎ-এ মাছগুলি নিয়ে আসে এবং সেখানেই দর দাম শুরু হলে প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলামে ওঠে মাছগুলি। যার এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি।

মাছগুলি পৌঁছানোর পর সেগুলি দেখার জন্য রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা মোহনায়। এই দুষ্প্রাপ্য তেলিয়া ভোলা মাছগুলি ১০০ থেকে ১৫০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে পাওয়া যায়। জানা গিয়েছে, এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। এছাড়া, মাছগুলি বিদেশেও রপ্তানি করা হয়। বলা ভালো, মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে বেজায় খুশি মৎস্যজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনই ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও।

 

 

আরো দেখুন:Raksha Bandhan: মেদিনীপুরে উদযাপন রাখি বন্ধন উৎসব কর্মসূচি