মিষ্টি খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন। তাই এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত ডেসার্ট রেসিপি (Recipe)। বাদাম ক্ষীর বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ:

১০০ গ্রাম আমন্ড বাদাম, এক লিটার দুধ, গরম জল, ১ চা চামচ ঘি, ৭-৮টা ভাঙা কাজুবাদাম,

২ টেবিল চামচ কিশমিশ, মাওয়া বা খোয়া ক্ষীর, আধা চা চামচ কেশর, স্বাদ অনুযায়ী চিনি,

সামান্য এলাচ গুঁড়ো, পেস্তা বাদাম কুচানো।

পদ্ধতি:

বাদামগুলো গরম জলে ভিজিয়ে রাখুন আধ থেকে এক ঘণ্টা। তারপর বাদামের খোসা ছাড়িয়ে জল দিয়ে ভাল করে পিষে নিন। একেবারে মিহি পেস্ট তৈরি করতে হবে। কড়াইয়ে ঘি গরম করতে দিন।

এতে কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে নাড়াচাড়া করুন। বাদামি রং না আসা পর্যন্ত নাড়তে থাকুন। ভাজা হলে গেলে কাজু, কিশমিশ তুলে নিন একটা পাত্রে।

ওই ঘিয়ের মধ্যেই দুধ ঢেলে দিন। এতে কেশর দিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে বাদাম বাটা দিয়ে দিন। পুনরায় নাড়াচাড়া করুন বেশ কিছুক্ষণ। দুধ ঘন হয়ে এলে তাতে দিন মাওয়া বা খোয়া ক্ষীর। আরও মিনিট পাঁচেক মতো ফুটিয়ে চিনি দিয়ে দিন।

নাড়াচাড়া করতে থাকুন খানিকক্ষণ। এতে এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা কাজু, কিশমিশ মিশিয়ে দিন। আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে ৪-৫ মিনিট পর নামিয়ে নিন। পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন বাদাম ক্ষীর।

আরো পড়ুন: Ranbir-Alia: বুলগেরিয়া থেকে লন্ডনে কেক আনতে ছুটেছিলেন রণবীর, বললেন আলিয়া

ছবি: গুগল

 

By Torsha