ভরা বর্ষার দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া না করলে হয় নাকি! বাইরের বৃষ্টি দেখতে দেখতে বাড়িতে জমিয়ে খান ঘরে বানানো ভাপা ইলিশ। কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। সেই সিক্রেট আজ শেয়ার করবো আপনাদের সাথে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।
উপকরণ:
১. ইলিশ মাছ ৪ টুকরো
২. হলুদ সরিষা ৩ চা চামচ
৩. কালো সরিষা ২ চা চামচ
৪. মরিচের গুঁড়া পরিমাণমতো
৫. হলুদের গুঁড়া ১ চা চামচ
৬. লবণ পরিমাণমতো
৭. সরিষার তেল ২ টেবিল চামচ ও
৮. কাঁচা মরিচ ৫টি।
পদ্ধতি
প্রথমে সরিষা বেটে নিন। বাটার সময় সামান্য লবণ ও কাঁচা মরিচ দেবেন। এতে সরিষা বাটা তেঁতো হবে না। এরপর ইলিশ মাছের টুকরোগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন কিছুক্ষণ।
অন্যদিকে একটি ছড়ানো বাটিতে সরিষার তেল, সরিষা বাটা, হলুদ, লবণ ও মরিচের গুঁড়া নিন। সঙ্গে দিন কাঁচা মরিচের ফালি। মেখে রাখা মাছ দিয়ে দিন মসলার মিশ্রণে। হাত দিয়ে মসলা মেখে নিন মাছের টুকরায়।
এবার সামান্য জল দিয়ে মাছ ও মসলার বাটি ঢেকে রাখুন। বাটির মুখ ফয়েল পেপার দিয়ে আটকে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ১৫ মিনিট এভাবেই রাখুন।
এবার একটি গভীর প্যানে জল গরম করুন। পানি ফুটে ওঠার আগেই মাছসহ ওই বাটি বসিয়ে দিন প্যানে। মিডিয়ামের চেয়েও একটু কমে রাখুন চুলার জ্বাল। বাটি যেন অর্ধেক অংশ পর্যন্ত পানিতে ডুবে থাকে।
উপরে একটি কাপড় দিয়ে দিন। এতে উপর থেকে তাপ বের হতে পারবে না। ১৫-২০ মিনিট এভাবেই রাখুন।
বাটির মুখ খুলে দেখুন উপরে তেল ভেসে উঠছে কি না। তেল ভেসে উঠলে হয়ে গেছে ভাপা ইলিশ রান্না। এরপর
নেড়েচেড়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ডিম-আলুর কাটলেট
Image source-Google