শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেই উপলক্ষেই হাজার হাজার ভক্তের ঢল নেমে পড়ল পুরুলিয়ার আনারা বাবা বানেশ্বর ধামে!

বাঙালির বারো‌‌ মাসেই তেরো‌ পাবন। এই তেরো পার্বণের অন্যতম পার্বণ হলো শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের পুজো।পশ্চিমবঙ্গের বিভিন্ন শিব মন্দির গুলিতে শিব ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এই দিনটিতে। নিষ্ঠাভরে পুজো দিতে দেখা যায় ৮ থেকে ৮০ সকলকেই। পুরুলিয়া শতাব্দী প্রাচীন একটি মন্দির আনারা বাবা বানেশ্বর ধাম। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত এই মন্দির। সোমবার ভোর থেকেই ভক্তদের ভিড় ছিল মন্দির প্রাঙ্গনে। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম হয় এদিন পুরুলিয়ার এই প্রাচীন মন্দিরটিতে।

কথিত আছে, এই মন্দিরে ভক্তি ভরে পুজো দিলে সমস্ত মনোবাসনা পূরণ হয় ভক্তদের। তাই দূর-দূরান্ত থেকে এদিন ভক্তরা ছুটে আসেন আনারা বাবা বানেশ্বর ধামের মন্দিরে পুজো দিতে।

তবে ভক্তদের বাড়তি উন্মাদনার জন্য যাতে কোনো বিপত্তি না ঘটে,তাই এদিন আগে থেকেই সতর্ক ছিলেন পুলিশ প্রশাসন।বিশেষ করে মহিলা কনেস্টেবল এদিন বেশ তৎপর ছিলেন।একইসঙ্গে কমিটি ভলেন্টিয়ার্সরাও সুষ্ঠভাবে পরিচালনা করেন এই পুজো।সব মিলিয়ে এদিনের এই পুজোকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো।

 

আরো দেখুন:Independence Day:স্বাধীনতা দিবসে স্বাধীনতার পথে পা বাড়াতে চলেছে যৌনপল্লীর সেই সকল কচি-কাচারা