“ব্যোমকেশ ও দূর্গ রহস্য” ছবিতে সত্যবতীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রুক্মিণীকে (Rukmini Maitra) যেখানে দেখা যাচ্ছে সত্যবতী গর্ভবতী। ফলে সাড়ে চার কিলো ওজনের কৃত্রিম গর্ভ নিয়ে ওই গরমে শুটিং করতে হয়েছিল অভিনেত্রীকে। মধ্য প্রদেশের গড়কুণ্ডা দুর্গে এই ছবির বেশ খানিকটা শুটিং হয়। তাই সেখানে এই অবস্থায় শুটিং করাটা যে কতোটা কষ্টকর হয়ে ওঠে তা ভালোই বোঝা যাচ্ছে।

এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘প্রথম প্রথম খুব উৎসাহী ছিলাম। নকল গর্ভ নিয়ে শুটিং করব ভেবে এক্সাইটেড ছিলাম ভীষণই। এটাও এক ধরনের চ্যালেঞ্জ।

কিন্তু মাত্র কয়েক ঘণ্টা শুটিং করেই হাড়ে হাড়ে টের পাই যে কেবল নকল গর্ভ নয়, একজন সন্তানসম্ভবা মায়ের যা যা কষ্ট হয় সবই আমার হবে। সমস্ত শারীরিক সমস্যাই আমায় ফেস করতে হবে। আমার পা ফুলে গিয়েছিল কয়েক দিনের মধ্যেই।’

তিনি আরও বলেন, ‘মেকআপ করে আমি আর বসতে পারতাম না। হাঁটু কাঁপত, বারবার শুয়ে পড়তে হতো। কোমরে ভীষণ ব্যথা হতো। আমাকে ওজনও বাড়াতে হয়েছিল সত্যবতী হয়ে ওঠার জন্য। তার মধ্যে দুর্গের অত সিঁড়ি ভেঙে ওঠা নামা করা, শুটিং করা মোটেই সহজ ছিল না। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। এবার বাকিটা দর্শকরা বিচার করবেন।’

কখনও হবু মা তো কখনো দুই সন্তানের মা, আবার কখনো বা বিনোদিনী। বারবার অন্য ধারার চরিত্র কেনো বাছেন রুক্মিণী (Rukmini Maitra) এই প্রসঙ্গে রুক্মিণী জানান, ‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মূলধারার নায়িকারা যে ধরনের চরিত্র করতে চান না আমি সেটাই করতে চাই।

আমি যখন টলিউডে আসি, অনেকেই ভেবেছিলেন আমি বোধহয় মূলধারার ছবিই করব। অথচ প্রথম ছবিতেই মেকআপ ছাড়া অভিনয় করি। কখনও সন্ত্রাসবাদী কখনও দুই বাচ্চার মা হয়েও অভিনয় করেছি। আর এখানে সত্যবতী আট মাসের অন্তঃসত্ত্বা এটাই তো একটা বড় চ্যালেঞ্জ ছিল।’

আরো পড়ুন: এবার মরুভূমি দেশের মরিয়ান খেজুরের বীজ চাষ হল ভারতের মাটিতে

Image source-Google

By Torsha