গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়(Abhisekh Banerjee)। আগামী ৫ অগাস্ট প্রতিটি ব্লক স্তরে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

তবে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ৫ অগাস্ট কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না।

এদিকে এরপরই সাংবাদিক বৈঠক করেন তাপস। বিধানসভায় তিনি সংবাদমাধ্যমকে বলেন, ”কারও অসুবিধা না করে, দলীয় সংস্কৃতি ও শৃঙ্খলা মেনে আমাদের কর্মীরা বাংলার প্রতিটি ব্লকে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে, অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে আগামী ৫ অগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই কর্মসূচি পালন করবে।”

তাপস আরো বলেন, ”হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা বলতে চাই, কারা পিটিশন করেছিলেন এটা জানার দরকার নেই। সে দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণার পরে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী সেটিকে সংশোধন করেছেন।” তৃণমূলের এ দিনের ঘোষণায় স্পষ্ট, এক দিকে যেমন মমতার সংশোধিত কর্মসূচিই পালিত হবে, তেমনই অভিষেকের ঘোষণা মতো আট ঘণ্টাই পথে থাকবেন দলের নেতাকর্মীরা।

 

 

আরো পড়ুন:Weather Update: বৃষ্টি হলেও কমছেনা তাপমাত্রা, অস্বস্তিতে সাধারন মানুষ