কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে ফের নাম না করে পাকিস্তান ও চিনকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। দেশের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জবাব দেওয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে সেনাদের প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

বুধবার ২৪ তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনাথ। মন্ত্রী বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করবে ভারত। এই বিষয়ে সেনাকে প্রস্তুত থাকার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী।

একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে কারণ বেসামরিক লোকজন এগিয়ে এসেছে এবং যুদ্ধে অংশ নিচ্ছে।

প্রসঙ্গত,২৪তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে আর বক্তৃতা দেন রাজনাথ। তার আগে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে জীবন উত্‍সর্গকারী সৈন্যদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এদিন তিনি।

 

আরো পড়ুন:Bank Holiday:অগাস্ট মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!জেনে নিন, আর বি আরের সেই তালিকা