আরও একবার ইডি’র হাজিরা এড়ালেন মমতার মন্ত্রী, এবার কী কারণ দেখালেন মলয় ঘটক?

পঞ্চায়েত ভোট শেষ! তবে তারপরও ইডিতে ‘না’। কয়লা পাচার মামলায় ইডি তলব করলেও ফের হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মলয়বাবুকে দিল্লির সদর দফতরে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।তবে এবারেও হাজিরায় গেলেন না মন্ত্রী।এই নিয়ে প্রায় এগারো বার ইডি হাজিরা এড়ালেন মলয় ঘটক।

প্রসঙ্গত পঞ্চায়েত ভোট পূর্বেও তাকে হাজিরা দিতে বলেছিল ইডি। সেইসময় রাজ্যের মন্ত্রী জানান পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই তিনি হাজিরা দিতে পারবেন না।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবারই ১৫ দিন সময় দিয়ে মন্ত্রীকে ডাকা হচ্ছে। কিন্তু বারেবারে নানা কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়াচ্ছেন।

আবারো হাজিরা এড়ালেন তিনি।ইডি সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারছেন না।

এখন একটাই প্রশ্ন,- কেনো বারবার ইডির হাজিরা এড়াচ্ছেন মন্ত্রী?আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যকে সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি।তবে কি সত্যি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় মমতার মন্ত্রীর কোনো যোগ রয়েছে?

 

আরো পড়ুন:Durgapur:চোখ রাঙাচ্ছে ডেঙ্গু!সব রকমভাবে প্রস্তুত প্রশাসন