নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই তৃণমূল ও কংগ্রেসের জোরদার সংঘর্ষ বাধল মালদার (Malda) পুকুরিয়ার মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর এলাকায়। ঘটনার জেরে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই উভয়পক্ষের অভিযুক্তদের মধ্যে মোট ৯জনকে গ্রেফতার করেছে পুকুরিয়া থানার পুলিশ। এলাকায় সৃষ্টি হয়েছে থমথমে পরিবেশ, মোতায়েন করা হয়েছে পুলিশ।

এই ঘটনায় কংগ্রেস সমর্থকদের অভিযোগ, তাদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।

পাল্টা তৃণমূল সমর্থকদের অভিযোগ, এই বুথে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার পরই তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয়, তাদের মারধর করা হয়।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে রক্তগঙ্গা বইতে দেখেছে বাংলা। আর তারপরও অব্যাহত রয়েই গিয়ে হানাহানি, ঝামেলার সেই ছবি। তাহলে কি, এভাবেই দিনের পর দিন বাড়বে হিংসা, সন্ত্রাস? নাকি, বন্ধ হবে এ সব কিছু? উত্তর সকলেরই অজানা।

 

আরো পড়ুন:Weather Update: শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে