কেন্দ্রে যখন আদায়-কাঁচ কলায় বিজেপি-কংগ্রেস, তখন বাংলার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জোটের প্রার্থী হিসাবে বিজেপি ও কংগ্রেসের প্রার্থীর নামে পড়ছে ব্যানার। সম্প্রতি এমনই ঘটনা নজরে এল বনগাঁর (Bonga) সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রাম ২৫০ নম্বর বুথে।

ব্যানারে দেখা যাচ্ছে, একই জায়গায় বিজেপি প্রার্থী শিল্পী বালা ও কংগ্রেসের প্রার্থী পবিত্র সরকারের নাম, ছবি ও সিম্বল দিয়ে তাদের জোট প্রার্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে শুধু ব্যানারই নয়, বেশ কিছু জায়গায় দেওয়াল লিখন-ও করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও জানাজানি হতেই বাগানগ্রাম বাজারের রাস্তার মোড় থেকে ব্যানারটি খুলে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী শিল্পী বালা জানিয়েছেন, তিনি বিজেপি-র টিকিটে-ই দাঁড়িয়েছেন। কিন্তু, কারা এসব করেছে তা তার জানা নেই৷

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী পবিত্র সরকার বলেন, কোনো জোট নেই এটা বিরোধীদের চক্রান্ত।

তবে, এ ঘটনায় ছুপ থাকেনি শাসক দল তৃণমূল। ওই বুথের তৃণমূল প্রার্থী সবিতা রানী বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে লড়ার জন্য কংগ্রেস আর বিজেপি জোট করেছে, তাতে কোন লাভ হবে না।

তবে, এত ঝগড়া, জোট এসবে আদৌ কার লাভ হবে, তা তো সময়ই বলবে।

 

আরো পড়ুন:Subhendu: মহিলাদের ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর