গরমের ছুটিতে এই বছর মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ (Fatafati)। ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির মুখ্য ভূমিকায়। বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে এই ছবি। তবে এই ছবির শুটিংয়ের যাত্রা মোটেই সহজ ছিলনা। এই বছর সকলেই জানে কিরকম গরম পড়েছিল। আর এই ছবির শুটিং চলছিল যখন তখন ৪৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল। তার মধ্যেই কাজ করেছে গোটা সেট।

শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে অরিজিতা বলেন ‘আমরা তখন বোলপুর বাসস্ট্যান্ডে শুট করছি। শুটিং শুরুর কিছু পর থেকে অরিত্র দা (পরিচালক) আর কাট বলছিলেন না। তাঁর মুখ থেকে অন্য কথা বেরোচ্ছিল। আমরা বুঝে নিচ্ছিলাম উনি কী বলতে চাইছিলেন।’

ছবিতে এমন একটি দৃশ্য ছিল যেখানে সংঘশ্রীকে (Samghashri Mitra) সাইকেল চালিয়ে বাস স্ট্যান্ডে আসতে হবে। সেই দৃশ্যের কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘যেদিন এই দৃশ্যের শুট হচ্ছে সেদিন আমার খুব শরীর খারাপ ছিল। কোনও ভাবেই যেন তাকাতে পারছিলাম না। তবুও তার মধ্যেই ওই কাঠ ফাটা রোদে সাইকেল চালিয়ে শুট করি।’

যদিও কষ্টের মধ্যে “ফাটাফাটি” (Fatafati) ছবির শুটিং শেষ করলেও বেশ আনন্দ মজাতেই তারা ছবির কাজ শেষ করেছিলেন একথা কেউই অস্বীকার করেননি।

আরো পড়ুন: Ahana Dutta: চিটিংয়ের আসল সংজ্ঞা কি? বললেন অহনা

Image source-Google

 

By Torsha