আবাস যোজনায় কাটমানি দেওয়ার পরেও ঘর পাননি বাসিন্দারা!প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো লাভ!ঘর না পেয়ে এবার রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা!রবিবার সকাল থেকে মালদহের (Malda) বুধিয়া বাস স্ট্যান্ডে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। এদিন রাস্তায় বাস ফেলে অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা।

গ্রামবাসী সূত্রে খবর,মালদহের ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মজিবুর রহমান আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় তিন থেকে ৪০০ পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিল।অভিযোগ, তারপরেও আবাস যোজনার ঘর পাননি বাসিন্দারা।তাই টাকা ঘুরিয়ে নেওয়ার দাবিতে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা।

এখন একটাই প্রশ্ন,বেজে গেছে পঞ্চায়েত ভোটের দামামা।চলছে রাজ্য জুড়ে নির্বাচনী প্রচার।কিন্তু এরপরেও কেনো নজর নেই প্রশাসনের?কেনো আবাস যোজনা নিয়ে এত ভুরিভুরি অভিযোগ?

 

আরো পড়ুন:Bankura:করমণ্ডলের স্মৃতি উস্কে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা বাঁকুড়ায়!বাতিল একাধিক ট্রেন