প্রতিবছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত দিবস (World Music Day) হিসেবে পালন হয়ে থাকে।এবছরও তার ব্যতিক্রম নয়।সঙ্গীত প্রেমীদের কাছে এই দিনের গুরুত্ব অপরিসীম।

সেই কথা মাথায় রেখে বুধবার দমদমের বিধায়ক তথা অধ্যাপক ব্রাত্য বসুর আন্তরিক উদ্যোগে এবং দক্ষিন দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রবীর পালের আহ্বায়ানে দক্ষিণ দমদম পৌরসভার রবীন্দ্র ভবনে দমদম সঙ্গীত মেলা কমিটির পরিচালনায় বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়।

দমদমের রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়।ব্রাত্য বসু,সৌগত রায় এবং সঙ্গীত দিবস অনুষ্ঠানের অন্যতম উদ্বোধক প্রখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

এরপরই একাধিক শিল্পীদের সুরেলা কণ্ঠে এক অন্য রকম মনোরম পরিবেশে হয়ে ওঠে রবীন্দ্র ভবন অডিটোরিয়াম।

জানা গিয়েছে,এদিনের এই সংগীত দিবস অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন শিল্পী মোনময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, সিধু, রাঘব, প্রস্মিতা পাল, উজ্জয়নী মুখার্জী।আর অনুষ্ঠানকে ঘিরে আট থেকে আশি সবার মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো!

 

আরো পড়ুন:Malda:বিদ্যুতের দাবিতে কলসি,বালতি নিয়ে পথ অবরোধ!উত্তাল মালদা