মা আসছেন!আর তাই রথযাত্রার পুণ্যতিথিতেই দুর্গাপুজোর (Durgapuja) ঢাকে কাঠি পড়ল রাজারহাট (Rajarhat) নিউটাউনের (Newtown) ১২ নম্বর ওয়ার্ডের ঝাউতলায়।১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মন্ডলের ব্যবস্থাপনায় এবং ঝাউতলা মহিলা মহলের উদ্যোগে এই খুঁটি পূজার উদ্বোধনের আয়োজন করা হয় এদিন।

রথ যাত্রা বাঙালিদের কাছে বড় উত্‍সব।কারণ এই রথযাত্রার দিন থেকে বাঙালিদের সবচেয়ে বড় উত্‍সব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়।এমন শুভ দিনেই দুর্গা পুজোর শুভ সূচনা হলো এদিন ঝাউতলায়।

এদিনের এই অনুষ্ঠানে আজিজুল, মমতা ছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ং বিধায়ক তাপস চ্যাটার্জি।নারকেল ফাটিয়ে বিধায়কের হাত ধরেই এই খুঁটি পূজার উদ্বোধন করা হয় এদিন। ঢাক কাসরের মাধ্যমে উৎসবে পরিণত হয় এদিন ঝাউতলা চত্বর।

জানা গিয়েছে,বিধায়কের হাত ধরে এবছর প্রথম ঝাউতলাতেই খুঁটি পূজোর উদ্বোধন হলো এদিন।

সব মিলিয়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মী বৃন্দ থেকে সাধারণ মানুষদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

 

 

আরো পড়ুন:Ayodhya: আগামী বছর কোন বিশেষ দিনে উদ্বোধন হবে রাম মন্দির ?