মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) তত্ত্বাবধানে পয়লা জুন থেকে এক মাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।তারই অঙ্গীকার হিসেবে শনিবার বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডলের (Sujit Mondal) উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

মিলন মন্দিরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন।যেখানে প্রায় ৭০ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন।রক্তদানের পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন শতাধিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ৯০ জনের অধিক কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।একইসঙ্গে সকল কর্মী বৃন্দদের গাছের চারা তুলে দেওয়া হয়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,- দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী,তৃণমূল সাংসদ সৌগত রায় সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

 

আরো পড়ুন:Rath Yatra:রাত পোহালেই রথ যাত্রা!রথ তৈরিতে ব্যস্ত পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ার বাসিন্দারা