নির্বাচনের আগেই উড়ল আবির!বাজলো বিজয়ী ঘন্টা!বিরোধীরা প্রার্থী দিতে না পারায় ‘ফাঁকা মাঠে’ মিনাখাঁ ও হাড়োয়ায় গ্রাম ‘দখল’ তৃণমূলের (TMC)!

গ্রাম দখলের লড়াইয়ের এখনও বাকি কয়েকদিন। এরই মধ্যে শাসকদলের জয়ের খবর এল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও হাড়োয়া থেকে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল।

শুক্রবার সকাল থেকেই মিষ্টিমুখ করে ও ফুলের মালা পরিয়ে জয়ী প্রার্থীদের জয় উদযাপন করল শাসক শিবির।

শুধু তাই নয়,বের হল বিজয় মিছিল। উড়ল সবুজ আবির। শাসক শিবির সূত্রে খবর, বসিরহাটের হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ২৩টি গ্রাম সভা, তিনটি পঞ্চায়েত সমিতি আসন জেতেন তৃণমূল প্রার্থীরা।

একই সঙ্গে মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি গ্রাম সভা ও ৩টি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো শাসক দল। আটপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিত্‍ ঘোষের নেতৃত্বে এই অঞ্চল জিতে নিয়েছে তৃণমূল। আসলে এই দু’টি পঞ্চায়েতে বিরোধীরা কোনও প্রার্থীই দিতে পারেনি।তাই নির্বাচনের আগেই বাজলো এদিন তৃণমূল দলের বিজয়ী ঘন্টা!

 

আরো পড়ুন:Adipurush : আদিপুরুষ দেখতে হাজির হনুমান, দর্শকদের জয় শ্রীরাম ধ্বনি