সামনেই পঞ্চায়েত ভোট!তার আগে ফের উত্তপ্ত বাঁকুড়া (Bankura)।
সূত্রের খবর,সোমবার তৃণমূল (TMC) নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) বাঁকুড়া থেকে যাচ্ছিলেন কলকাতা।সেই সময় বাঘাজলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও সোনামুখীর বিধায়ক হরকালী প্রতিহাররা। অভিযোগ, তখনই তৃণমূল নেত্রীর পাইলট কারে হামলা চালায় বিজেপি।ভাঙা হয় পুলিশের গাড়ি। দেখানো হয় বিক্ষোভ।
যদিও এই পুরো অভিযোগ এদিন অস্বীকার করেছে বিজেপি।
সায়ন্তিকার পায়লটের কারে হামলার ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)-ও। তাঁর অভিযোগ, সায়ন্তিকা হার্মাদ নিয়ে গুন্ডাগিরি করতে এসেছিল। তিনি আরও বলেন, কোথাও-কোথাও ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন জমাই দিতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনার হাবা-কানা লোক। আমাদের নমিনেশন করতে দিচ্ছে না। বিডিও-রা ভুলভাল ফর্ম দিচ্ছে।
আরো পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মশলা ফ্রাই