মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে পয়লা জুন থেকে এক মাস ব্যাপী রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়েছে।তারই দ্বিতীয় ধাপ হিসেবে শুক্রবার বিধাননগর পৌরনিগম ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুইয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

নারায়নতলা ইস্ট ব্যায়াম সমিতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন।যেখানে প্রায় ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন।রক্তদানের পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।এমনকি এলাকার সব ছোটো ছোটো শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগও।

একইসঙ্গে এদিনের অনুষ্ঠানের মাধ্যমে কাউন্সিলার ইন্দ্রনাথ বাগুইয়ের ৫৮ তম জন্মদিনও কেক কেটে সাড়ম্বরের সাথে পালন হয়।সব মিলিয়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,- দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী,রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি,তৃণমূল সাংসদ সৌগত রায় সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

 

আরো পড়ুন:Kalka Mail:কালকা মেলে চুরি!রেলকর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ