রবিবার জনসংযোগ যাত্রায় এসে তৃনমূলের দুর্নীতির খতিয়ান তুলে ধরে এমনই কড়া ভাষায় তৃনমূলকে দুর্নীতির তীরে তীর বিদ্ধ করলেন বাম নেতা (CPIM) সেখ খলিল। জানা যায়, সারা রাজ্য জুড়ে তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে গণ সাক্ষর ও জনসংযোগ যাত্রা শুরু করেছে সিপিআইএম।এদিন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামে গণ সাক্ষর ও জনসংযোগ যাত্রায় নামেন সিপিআইএম-এর নেতা-কর্মীরা। হাতে দলীয় পতাকা ও তৃণমূলের দুর্নীতির খতিয়ান নিয়ে মাঠ থেকে ঘাট, মুচি থেকে মেথর, রাস্তায় বরফ বিক্রেতা থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই গিয়ে তারা গণ সাক্ষর একত্র করেন।
পাশাপাশি জনসংযোগ যাত্রায় এলাকার মানুষের উচ্ছ্বাস পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বাক্সে পড়বে বলেও জানান বাম নেতা-কর্মীরা। তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করতে সাধারণ ভোটারই যথেষ্ট বলে দাবিও করে সিপিআইএম। এদিনের এই জনসংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন বাম নেতা সেখ খলিল ও আসমাউল হক-সহ একাধিক স্থানীয় বাম নেতৃত্বরা।
যদিও,এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফে। তবে, পঞ্চায়েত নির্বাচনের ফল কি হয়, তা তো সময়ই বলবে।
আরো পড়ুন:Yashasvi Jaiswal: WTC ফাইনালের আগে জাতীয় দলের দরজা খুলে গেল যশস্বীর জন্য