বাঁকুড়ায় (Bankura) ICDS কেন্দ্রের খাবারে টিকটিকি।আর সেই খাবার খেয়ে অসুস্থ প্রায় ২৭ জন শিশু।বাঁকুড়ার ইন্দপুর ব্লকের হাটগ্রাম ICDS কেন্দ্রের ঘটনা।অসুস্থদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে অবজারভেশনে রাখা হয়।

স্থানীয় সুত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও ইন্দপুরের হাটগ্রাম ICDS কেন্দ্র থেকে ৬০ জন শিশু ও শিশুর মা খাবার নিয়ে যায়।বাড়িতে শিশুকে ওই খাবার খাওয়ানোর সময় এক শিশুর মা এর নজরে আসে ডালের মধ্যে টিকটিকি ভাসছে।এরপরই ওই খাবার নিয়ে ICDS কেন্দ্রে যায় তারা এবং চঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

জানা যায় ওই খাবার খেয়ে প্রায় ২৭ জন শিশু অসুস্থ হয়ে পড়ে।তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।সেখান থেকে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

আরো পড়ুন:Purba Medinipur:পথ দুর্ঘটনা কবলে পড়লেন রামনগরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা স্বদেশ