অনন্যা গুহ (Ananya Guha) বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। এই বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন শিয়ালদহের লোরেটো স্কুল থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন। অনন্যা কেমন রেজাল্ট করেছে সেই নিয়ে তার অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ ছিলনা। অবশেষে নজেই তার রেজাল্টের খবর দেন অনন্যা।
আনন্দবাজার অনলাইনকে অনন্যা (Ananya Guha) বললেন, “খুব খারাপ রেজাল্ট করিনি। ৭৫% পেয়ে পাশ করেছি উচ্চ মাধ্যমিকে।” সারা দিন শুটিংয়ের পর কখন পড়াশোনা করতেন অনন্যা? অভিনেত্রী জানালেন, শুটিংয়ের ফাঁকে সময় পেলেই পড়তে বসে যেতেন তিনি। তিনি আরও বলেন, “পরীক্ষা দেওয়ার সময়ও আমার কোনও চিন্তা ছিল না। আজও সকাল থেকে তেমন ভাবে কোনও দুশ্চিন্তা হয়নি। ভালই হবে আাশা করেছিলাম। পরবর্তী কালে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে। সব প্রক্রিয় আগামী কাল শুরু হয়ে যাবে।”
তার বিশেষ বন্ধু সুকান্ত কুন্ডু ফলপ্রকাশের পর তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। ইনস্টাগ্রামে অনন্যার সাথে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “অনন্যার সৌন্দর্যের সঙ্গে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধিও।”
আরো পড়ুন: Bankura:বাইক থেকে তৃণমূল নেতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ!উত্তপ্ত ইন্দাস
Image source-Google