বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত লাহোরি চিকেন।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
চিকেন
১ টা গোটা পেঁয়াজ
১ টেবিল চামচ আদা কুঁচি
৩ টে রসুনের টুকরো
গোটা গোলমরিচ ও গুঁড়ো
জিড়ে গুঁড়ো
লবঙ্গ
দারুচিনি
শুকনো লঙ্কা
১ কাপ টকদই
১ কাপ টমেটো পিউরি
ধনেপাতা
তেজপাতা
পরিমাণ মতো নুন
হলুদ
চিকেন স্টক
প্রণালী:
প্রথমেই কেটে রাখা পেঁয়াজগুলো লাল-লাল করে ভেজে নিন। যতক্ষণ না লাল রঙ হচ্ছে ভাজতে থাকুন।
পেঁয়াজ ভাজা-ভাজা হয়ে আসলে তাতে আদা-রসুন বাটা যোগ করে একটু নেড়ে নিতে হবে। এবার তাতে গোলমরিচ গুঁড়ো, দারুচিনি, লবঙ্গ, টমেটো পিউরি, দই যোগ করুন।
হলুদ দিন। স্বাদমতো নুন ও শুকনো লঙ্কা যোগ করুন। এবার ভাল করে মিশ্রণটি কষিয়ে নিন।
মিশ্রণটি মাঝারি আঁচে খুব ভাল করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে চিকেন স্টক ও তেজপাতা যোগ করুন। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন।
ঢাকা খুলে দেখে নিন মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেলেঅই তৈরি আপনার চিকেন লাহোড়ি। রঙের জন্য নামানোর আগে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করুন।
ডিনারে পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। যদি লাঞ্চে খেতে চান তবে রুটির পরিবর্তে জিরা রাইস কিংবা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন।
আরো পড়ুন: Sahana Bajpaie: সাহানাকে অবাঙালী বললেন শুভমিতা, উত্তরে কি বললেন গায়িকা?
Image source- Google